Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাহুবল উপজেলায় সমাজসেবা অধিদফতর জনগণের জন্য যে সেবা দেওয়া হয় ।
বিস্তারিত

১. আর্থ-সামাজিক উন্নয়ন ( সুদমৃক্ত ক্ষুদ্র ঋণ): ক. পল্লী সমাজনসবা কার্যক্রমঃ খ. পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমঃ গ. এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রমঃ ২. সামাজিক নিরাপত্তাঃ ক. বয়স্কভাতা কার্যক্রমঃ খ. অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমঃ গ. বিধবা ও স্বামী পরিত্যক্তা দু:স্থ মহিলা ভাতা কার্যক্রমঃ ঘ. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রমঃঙ. ৩. অবহেলিত, অনাথ, এতিম, অসহায় শিশুদের লালনপালন ও পুনর্বাসন কার্যক্রমঃ সরকারী শিশু পরিবারে মাধ্যমে উপকারভোগী ১০০ জন এতিম বালক মাথাপিছু মাসিক ২৬০০ টাকা হারে বছরের ৩১২০০০০- টাকা। ৬ হতে ৯ বছর শিশুদের শিশু পরিবারে ভর্তি করে তাদের লালন পালন,ভরনপোষন ও পূর্নবাসন করা হয় । ৪. প্রতিবন্ধীদের উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রমঃ ক. প্রতিবন্ধিতা সনদ খ. সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম গ. প্রতিবন্ধীদের বিদ্যালয় পরিচালনা ঘ. প্রতিবন্ধী শনাক্তকরন ও স্মার্ট কার্ড প্রদান ৫. ভবেঘুরে ও সামাজিক প্রতিবন্ধী উন্নয়ন ও পুনর্বাসনঃ প্রবেশন ও আফটার কেয়ার ৬. সমাজের অসহায়, দু:স্থ গরীব রোগীদের চিকিৎসা ও পুনর্বাসনঃ হাসপাতাল/চিকিৎসা সমাজসেবা কার্যক্রম ৭. আর্থ সমাজিক প্রশিক্ষণ ও পুনর্বাসনঃ ক. জেলা ও উপজেলা,ও শহর সমাজসেবা কার্যালয়ঃ বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয় । খ. এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরী প্রশিক্ষন কেন্দ্র মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিভিন্ন ক্যাটাগরিতে আবাসিক ব্যবস্থাপনা প্রশিক্ষন প্রদান করা হয় । ৮. স্বেচ্ছাসেবী সংস্থাঃ ক. স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন ও তত্ত্বাবধানঃ খ. বেসরকারি এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান। গ. স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ/প্রতিষ্ঠানকে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে অনুদানে সহায়তা করা। ঘ. স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা মাধ্যম বিভিন্ন জাতীয় ‍দিবস পালন ও উদ্ধধকরণ ৯. চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচিঃ চা শ্রমিকদের ৫০০০ টাকা হারে বাৎসরিক এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয় । ১০. হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচিঃ ক. বয়স্ক ভাতা( বিশেষ ভাতা) খ. শিক্ষা উপবৃত্তিঃ গ. প্রশিক্ষন কর্মসূচিঃ ৫০দিনের আয়বর্ধক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষক প্রদান করা হয় । প্রশিক্ষন পরবর্তী উপকরন ও পূনর্বাসন অনুদান প্রদান করা হয় । ১১. বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জবনমান উন্নয়ন কর্মসূচিঃ ক. বয়স্ক ভাতা( বিশেষ ভাতা): খ. শিক্ষা উপবৃত্তিঃ গ. প্রশিক্ষন কর্মসূচিঃ ৫০দিনের আয়বর্ধক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষক প্রদান করা হয় । প্রশিক্ষন পরবর্তী উপকরন ও পূনর্বাসন অনুদান প্রদান করা হয় । ১২. ক্যান্সার, কিডনি,লিভার সিরোসিস,ষ্ট্রোক প্যারালাইস ও হার্টরোগীদের এককালীন আর্থিত সহায়তা কর্মসূচিঃ ৫০০০০ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয় । ১৩. নিউরোডেভলেপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সহায়তাঃ ১০০০০ টাকা হারে সহায়তা প্রদান করা হয় । ১৪.চা শ্রমিকদের ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এককালীন আর্থিক সহায়তাঃ ৫০০০ টাকা হারে এককালীন অনুদান প্রদান করা হয় ।